About

Friday, September 13, 2013

8:30 AM

সমস্যা : আমি পিসির ফোল্ডার অপশনে গিয়ে হিডেন ফাইল শো করার কমান্ড দেয়া সত্ত্বেও তা দেখা যাচ্ছে না খুব সমস্যার মধ্যে পড়ে গেছি, কারণ আমার গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট রয়েছে, যা আমি খুঁজে পাচ্ছি না এটা কি ভাইরাস সমস্যা না অন্য কিছু? আমি উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ব্যবহার করি

সমাধান :
এক্সপি ইউজারদের এটি খুব সাধারণ একটি সমস্যা অনেকেই সমস্যার জন্য মেইল করেছেন সমস্যা দূর করা তেমন কোনো কঠিন কাজ নয় এবং খুব সহজেই কোনো থার্ড পার্টি সফটওয়্যারের সাহায্য ছাড়াই তা ঠিক করা যাবে সমস্যার সমাধান দুভাবে করা যায় প্রথমত, মেনু বারের ফোল্ডার অপশন থেকে ভিউ ট্যাবে গিয়ে Display the contents of system folders চেকবক্সটি মার্ক করে দিন, তারপর Hidden files and folders-এর রেডিও বাটন মার্ক করুন এবং Hide file extensions for known file types চেকবক্সটি থেকে টিক চিহ্ন তুলে দিন Ok করে বের হয়ে আসুন, তারপর দেখুন হিডেন ফাইল দেখা যাচ্ছে কি না

রেজিস্ট্রি এডিট করেও সমস্যা দূর করা যায় রেজিস্ট্রি এডিট করার জন্য স্টার্ট বাটনে ক্লিক করে রান অপশনে গিয়ে regedit টাইপ করে এন্টার চাপলে একটি উইন্ডো আসবে এরপর নেভিগেট করুন HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\Current Version\ Explorer\ Advanced\Hidden Hidden-এর ওপর ডাবল ক্লিক করে Value Data বক্সে লিখে ওকে করে দিন এরপর দেখুন সব ঠিক হয়ে গেছে প্রয়োজনে একবার পিসি রিস্টার্ট দিয়ে নিন ভাইরাসজনিত সমস্যা এটি, তাই ভালোমানের অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করুন

আপনার পিসির রেজিস্ট্রি এডিট করা অপশনও যদি ভাইরাস দিয়ে আক্রান্ত হয়ে থাকে তবে পদ্ধতি কাজ করবে না যদি ভাইরাস দিয়ে রেজিস্ট্রি এডিট ডিজ্যাবল হয়ে যায় তবে তা আবার এনাবল করার জন্য রিমুভ রেক্ট্রিকশন টুল নামের একটি সফটওয়্যার রয়েছে ভাইরাসের কারণে ডিজ্যাবল হয়ে যাওয়া অনেক অপশন ছোট্ট প্রোগ্রামের সাহায্যে এনাবল করা যায় ইন্টারনেটে সার্চ করে নামিয়ে নিন টুলটি এবং ভালোভাবে পিসিতে সংরক্ষণ করে রাখুন

Written by

We are Creative Blogger Theme Wavers which provides user friendly, effective and easy to use themes. Each support has free and providing HD support screen casting.

0 comments:

Post a Comment

BIDHAN DHUA

 

© 2013 Bidhan Dhua. All rights resevered. Designed by Templateism

Back To Top