Pages

Friday, September 13, 2013

ব্লগারে bskin উপরে কিভাবে সহজেই কোড যোগ করবেন? 

আমরা জানি, ব্লগার সব চাইতে বড় ফ্রি ব্লগ প্লাটফরম! গুগুল মামা আপনাকে ব্লগ ফ্রি দেবে, কিন্তু ডিজাইন কোড এডিট এগুলো করে দেবে না। তাহলে এগুলো করবে কে? এগুলো আপনাকেই করতে হবে। আর ব্লগারে template ডিজাইনের বিষয় আসলেই, প্রথমে আসে থিম কাষ্টমাইজেশন, আর থিম কাষ্টমাইজেশন করতে হলে, আপনাকে প্রথমেই জানতে হবে কোড যোগ করা। কোড যোগের ক্ষ্রেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে  ]]></b:skin> , কারণ ব্লগারে ]]></b:skin>, </header>/<header> এই ট্যাগ গুলোর উপর নিচেই কোড যোগ করতে করতে হয়। চলুন তহালে আজকে আমরা ব্লগার template এ বিশেষ করে ]]></b:skin> উপরে কিভাবে কোড যোগ করতে হয় তা দেখব।

  • ব্লগার.কম এর সাইন ইন করুন: ( ব্লগারে একটি ব্লগ থাকতে হবে না থাকলে তৈরি করে নিন, কিভাবে ব্লগ তৈরি করবেন এখানে দেখুন)
  • আপনার ব্লগের টাইটালে ক্লিক করুন।
  • Click on     Template > Edit HTML
  • এখন (নিচের চিত্রের দিখে লক্ষ করুন )  কোড যোগ করার লক্ষে  ]]></b:skin> সার্চ করতে হবে। Ctrl+f প্রেস করুন।
  • ]]></b:skin> কোডটি সার্চ করুন নিচের চিত্রে দেুখনু বি-স্কিন কোডটি হলুদ হাইলাইট হয়ে গেছে।
  • এটির ঠিক উপরে আপনি কোড যোগ করতে পারবেন।
  • একই ভাবে, হেডার ট্রাগ এ কোড যোগ করতে পারবেন। সার্চ বক্সে বি-স্কিন কোডের জায়গায় হেডার ট্রাগ কোড লিখতে হবে।

No comments:

Post a Comment

BIDHAN DHUA